তালায় পৌত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২ দোকানঘর ভাংচুর,থানায় অভিযোগপৌত্রিক সম্পত্তি নিয়া বিরোধের জেরে ২ দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে ৪ অক্টোবর সকাল ১০ টায় সাতক্ষীরা তালার নওয়াপাড়া বাজারে মৃত মহতাব সরদারের পুত্র আব্দুর রহমান সরদারের সাথে। এ বিষয়ে তিনি সুস্থ বিচারের আশায় থানায় একটা লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ সুত্রে ও জানা যায়, ধলবাড়িয়ার হোচেন শেখের পুত্র মুক্তি শেখ (৩২)মাহুম শেখ (৪০) সবিরোন বেগম (৪৫), স্বামী- হোচেন শেখ।সুভাষিনীর মৃত কওছার মোড়লের পুত্র আছাদুল মোড়ল (৩৬) তাদের সাথে আমার পৌত্রিক সম্পত্তি নিয়া বিরোধ রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা আমার পৌত্রিক সম্পত্তি জবরদখল করবে বলে প্রায়সময় হুমকি প্রদান করে। এমতাবস্থায় সকল বিবাদীরা গায়ের জোরে বে-আইনীভাবে ৪ অক্টোবর ১০ টায় আমার পৌত্রিক সম্পত্তিতে প্রবেশ করে ২টি দোকান ঘরের দরজা ভাঙ্গচুর করতে থাকে ও সেই সম্পতি জবর দখল করবার চেষ্টা করে। ঐ সময় আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের নিকট আমার পৌত্রিক সম্পত্তির ভাঙ্গচুর করবার কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি বিবাদীদের নিকট গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে সকল বিবাদীরা আমাকে মারধর করতে আসে ও নানারকম হুমকি দেয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ করবার সম্ভাবনা রহেছে বলে মনে করছেন তিনি।
দোকান ঘরের ভাড়াটিয়া আব্দুর সবুর জানান,আমি দির্ঘদিন এই ঘর ভাড়া নিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছি কিন্তু কখনো এর আগে এমন ঘটনা ঘটেনি, আমি সকালে ঘরে এসে খুলি এবং আবার বন্ধ করে গ্রামে যাই ধান কেনার জন্য। পরে ফিরে এসে দেখি দোকান ঘরের দরজা ভাঙ্গা এবং জানতে জমিজমার বিরোধের জেরে ঘর ভেঙ্গে দিয়েছে। তিনি কান্না বিজড়িত কন্ঠে আরো বলেন, আমি ঘর ভাড়া নিয়ে ব্যাবসা করছি আমার কি অপরাধ? আমার দোকান কেনো ভাংচুর করবে? আর আমার দোকানে থাকা ব্যাবসার ১ লক্ষ ৬৫ হাজার টাকা কেনো লুট হলো? মালামালে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক আরো জানায়, এ বিষয়ে তিনি কোর্টের একটা মামলা করবেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।