মোঃ জামশেদ মিয়া স্টাফ রিপোর্টার:
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” — এই স্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইটালী প্রবাসী মোঃ রবিউল ইসলাম রুবেলের পৃষ্ঠপোষকতায়।
মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার।
মোঃ শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহম্মদ, উপজেলা পেশাজীবী সেক্রেটারি এম এ কাউসার, উপজেলা সহ-সেক্রেটারি এস এম এ আজাদ মানিক, গোপিনাথপুর ইউনিয়নের সেক্রেটারি মোঃ খলিলুর রহমান, মোঃ তারেক মামুন, মোঃ সাইদুর রহমান, মোঃ শাহ আলম, ও এস এম এ জামান, হাফেজ মোঃ ইকরামুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথি মোঃ আতাউর রহমান সরকার তাঁর বক্তব্যে বলেন,
“দেশের বর্তমান নৈতিক ও রাজনৈতিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর নির্দেশিত পথে ফিরে আসা। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণ যদি আমাদের পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ কসবা-আখাউড়াকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।
সভায় বক্তারা সংগঠনের আদর্শ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আসন্ন জাতীয় নির্বাচনে করণীয় বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নেন।।